Home » Blog » Tech News » ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে আসছে Xiaomi ‘Hercules’

ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে আসছে Xiaomi ‘Hercules’

ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে আসছে Xiaomi ‘Hercules’

অনেক দিন ধরেই Snapdragon 855 চিপসেট ব্যবহার করে নতুন Redmi ফোন লঞ্চের কানাঘুষো চলছে তবে Mi ব্র্যান্ডের অধীনেও একটি Snapdragon 855 চিপসেট ব্যবহার করে নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে Xiaomi ইতিমধ্যে ‘Hercules’ ছদ্মনামে এই ফোন সামনে এসেছে Xiaomi ‘Hercules’ ফোনে থাকবে Snapdragon 855 চিপসেট এই ফোনে থাকবে ট্রিপল ক্যামেরা আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার

XDA Developers ওয়েবসাইটে এক ব্যক্তি জানিয়েছেন ‘Hercules’ ছদ্মনামে একটি ফোন নিয়ে আসছে Xiaomi এই ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট। সম্প্রতি এক রিপোর্টে এই ফোনের ক্যামেরার একাধিক খবর সামনে এসেছে। রিপোর্টে বলা হয়েছে এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। তবে ফোনের সামনে দুটি ক্যামেরা।Mi Mix 3S অথবা Mi Mix 4 নামে বাজারে আসবে এই স্মার্টফোন

এই ফোনে থাকবে NFC সাপোর্ট। ভালো গেমিন অভিজ্ঞতার জন্য নতুন ফোনে GPU ওভারক্লকিং করবে Xiaomi কোম্পানির এক অথবা একাধিক স্মার্টফোনে এই ফিচার থাকতে পারে। খবর অনুযায়ী Mi Mix সিরিজের অধীনে চিনে এই স্মার্টফোন লঞ্চ হবে। তবে এই ফোনের নাম নিশ্চিতভাবে জানানো হয়নি। Mi Mix 3S অথবা Mi Mix 4 নামে বাজারে আসবে এই স্মার্টফোন।

Leave a Reply