আগামী মাসে বিশ্বের প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা ৫জি ফোন বাজারে আনছে চীনের স্মার্টফোন কোম্পানি জেডটিই। জেডটিই এক্সন ২০ নামের এ ফোনটির স্ক্রিনে থাকবেনা কোনো নচ। এমনকি ফোনের ক্যামেরা থাকবে স্ক্রিনের পেছনে। আগামী সেপ্টেম্বর মাসের ১ তারিখ ফোনটির বাজারজাতকরনের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছে চায়না কোম্পানিটি।
সাধারণত অন্যসব ফোনের স্ক্রিনেই ক্যামেরা থাকায় কিছু জায়গা এমনিতেই খরচ হয়। কিন্তু এ ফোনটির ক্যামেরা স্ক্রিনের পেছনে থাকায় ব্যবহারকারীরা ফোনের পুরো স্ক্রিনটিই ফাঁকা পাবে।
স্মার্টফোনটিতে এন্ড্রয়েড ভার্সন ১০ ও ৬ দশমিক ৯২ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের বাজারে ফোনটি কবে পাওয়া যাবে ও কত দাম হবে সেটি উদ্বোধনের দিন(১ সেপ্টেম্বর) জানানো হবে।