রিলিজ হয়েছে Realme X50 Pro 5G। এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, ডুয়াল সেলফি ক্যামেরা, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও 65W ফাসয় চার্জ সাপোর্ট।
আপাতত ভারতে 6GB RAM + 128GB স্টোরেজে Realme X50 Pro 5G -র দাম 37,999 রুপি। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 39,999 রুপি খরচ হবে। 12GB RAM + 256GB ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 44,999 রুপি। আজ সন্ধ্যা 6 টায় সবুজ ও লাল রঙে এই ফোন বিক্রি শুরু হবে। Flipkart ও Realme.com থেকে পাওয়া যাবে Realme X50 Pro 5G।
Realme X50 Pro 5G স্পেসিফিকেশন:
Realme X50 Pro 5G -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.44 ইঞ্চি 90Hz ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, Adreno 650 GPU, 12GB RAM ও 256GB স্টোরেজ। এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।