ছোট আকারের ফোন ব্যবহার করে স্বস্তি পান অনেকেই। তাই বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানই ছোট ফোন বাজারে এনেছে। সম্প্রতি ‘ইলারি’ নামের একটি চীনা প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোন বাজারে এনেছে।
ক্ষুদ্রতম এই ফোনটির নাম ‘ইলারি ন্যানোফোন সি’। ন্যানোফোনটির ওজন ৩০ গ্রাম। এটির সাইজ দেখলে যে কারো চক্ষু চড়কবৃক্ষে ওঠবেই! মোবাইল ফোনটি বেশ ছোট হলেও এতে রয়েছে বেশকিছু সুবিধা। এতে ব্যবহার করা হয়েছে ১২৮x৯৬ ব্রাইট কালারফুল টিএফটি ডিসপ্লে। অন্যান্য ফোনগুলোতে আর বাকি যেসব ফিচার থাকে, যেমন Mp3 প্লেয়ার, এফএম রেডিও, ভয়েস রেকর্ডার থেকে শুরু করে ফোন কল রেকর্ডিংও সম্ভব এই ফোনে।
ইলারি ন্যানোফোনে রয়েছে একটি অদ্ভূত ফিচার, যার নাম ম্যাজিক ভয়েস। এটির মাধ্যমে খুবই সহজে মজাদার গলা করে প্র্যাঙ্ক কল করা যায়। ছেলের গলা থেকে মেয়ের গলা, শিশুদের গলা এমনকি বুড়োদের গলার নকলও সহজেই সম্ভব এই ফোনে।