Home » Blog » Tech News » বাজারে এলো Oppo A5 2020

বাজারে এলো Oppo A5 2020

বাজারে এলো Oppo A5 2020

দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা অপোর ‘এ ৫ ২০২০’ নামের নতুন মডেলের। স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।

 

চার ক্যামেরা সেটআপের ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।

Oppo A5 2020

অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, ‘বাংলাদেশের বাজারে অপো এ৫ ২০২০ বিক্রি শুরু হয়েছে। নতুন এ৫ মডেলটিতে নকশার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কালো এ সাদা রঙে ফোনটি বাজারে পাওয়া যাবে। এর দাম হবে ১৯,৯৯০ টাকা।

Leave a Reply