Home » Blog » Tech News » বাজার মাতাতে নতুন স্মার্টফোন RealMe C12 আনছে RealMe

বাজার মাতাতে নতুন স্মার্টফোন RealMe C12 আনছে RealMe

বাজার মাতাতে নতুন স্মার্টফোন RealMe C12 আনছে RealMe

স্মার্টফোন রিলিজের প্রতিযোগীতায় সম্প্রতি সবাইকে ছাড়িয়ে গেছে রিয়েলমি। এরই ধারাবাহিকতায় নতুন ফোন রিলিজের জন্য কাজ করছে RealMe. RealMe C3 দিয়ে বাজার মাতানোর C সিরিজের নতুন ফোন C12 নিয়ে কাজ করছে কোম্পানিটি। সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ফোনতি হতে চলেছে আরেকট এন্ট্রি বাজেট কিং ডিভাইস। ফিচার হিসেবে থাকবে MediaTek Helio P35 চীপসেট, সাথে থাকবে 3GB of RAM আর ফোনতি চলবে  Android 10 অপারেটিং সিস্টেমে। 

ফোনটিতে আরও থাকতে পারে HD+ ডিসপ্লে, ওয়াটার ড্রপ ডিসপ্লে সেট-আপ। এ ফোনেও প্রাপ্ত তথ্য অনুযায়ী থাকবে ৬০০০ মিলি অ্যাম্পিইয়ার মেগা ব্যাটারি সাপোর্ট। তবে ডিভাইসটির দাম কত হবে সে সম্পর্কে এখনো কোন নিশ্চিত তথ্য পাওয়া যায় নি। 

Leave a Reply