বাসায় পৌঁছতে দেরি হচ্ছে? আটকে আছেন ট্রাফিক জ্যামে? বাসায় গিয়ে রান্না করতে করতে অনেক বেলা হয়ে যাবে? এসব দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে আছে ‘ফিগো’।
এই পাত্রে খাবার থাকলে পৃথিবীর যেকোনো জায়গা থেকে মোবাইলে বসেই রান্না করা যাবে। ‘ফিগো অ্যাপ’ ব্যবহার করে রান্নার সময় তাপমাত্রাও নিয়ন্ত্রণ করা যাবে। ফিগোর দাম ১৩৯ ডলার (১১ হাজার ৭৪৭ টাকা) থেকে ২৯৮ ডলারের (২৫ হাজার ১৮৫ টাকা) মধ্যে।