জার্মানির বিলাসবহুল মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউ’র গাড়ির ডিজাইনের আদলে স্মার্টফোন তৈরি হয়েছে চীনের নির্মাতা প্রতিষ্ঠান টেকনো। ফোনটির মডেল টেকনো স্পার্ক ৯ প্রো স্পোর্ট এডিশন। চলতি বছরের জুনে বিশ্ববাজারে টেকনো স্পার্ক ৯ প্রো উন্মোচন করে টেকনো। নতুন ফোনটি এর আপগ্রেড ভার্সন।
আরও দেখুন: Tecno Pova Neo 2 বাংলা রিভিউ
বিএমডাব্লিউ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডিজাইনওয়ার্কস থেকে ফেনটির নকশা করানো হয়েছে। ডিজাইনওয়ার্কসকে এই বিশেষ সংস্করণের জন্য উপকরণ ও রঙ বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
স্পার্ক ৯ প্রো স্পোর্ট সংস্করণটি তরুণ গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে। যারা বিলাসী জীবন পছন্দ করেন। এতে সূক্ষ্ম ক্রিস্টাল ডায়মন্ড-কাট উপাদান ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: ইউটিউব থাম্বনেইল বানিয়ে আয় করুন
টেকনোর এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
টেকনো স্পার্ক ৯ প্রো স্পোর্ট এডিশন রয়েছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরসহ এই ফোনে রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট।
ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা।