Home » Blog » Tech News » বিক্রি শুরু হল Xiaomi এর গেমিং ফোন Black Shark 2

বিক্রি শুরু হল Xiaomi এর গেমিং ফোন Black Shark 2

বিক্রি শুরু হল Xiaomi এর গেমিং ফোন Black Shark 2

মে মাসে লঞ্চ হয়েছিল Xiaomi -র গেমিং ফোন Black Shark 2। মঙ্গলবার বিক্রি শুরু হল এই ফোন।  Xiaomi Black Shark 2 গেমিং ফোনে রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর Liquid Cool 3.0 প্রযুক্তি। 4 জুন বিক্রি শুরু হবে এই ডিভাইস। Xiaomi Black Shark 2 ফোনে রয়েছে একটি 240 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে।

Xiaomi Black Shark 2 এর দাম

Xiaomi Black Shark 2 এর দাম শুরু হচ্ছে 39,999 রুপি থেকে। 6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই টাকা খরচ হবে। 12GB RAM+256GB স্টোরেজে এই ফোন কিনতে 49,999 রুপি খরচ হবে। মঙ্গলবার শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Black Shark 2।

 

 

Xiaomi Black Shark 2 স্পেসিফিকেশন

Xiaomi Black Shark 2 ফোনে রয়েছে 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 855 চিপসেট, Adreno 640 GPU, 12GB RAM আর 256GB স্টোরেজ।

Xiaomi Black Shark 2 ফোনের পিছনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। । সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে  একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

 

 

কানেক্টিভিটির জন্য Xiaomi Black Shark 2 ফোনে রয়েছে  4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। ফোনের ভিততে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। Black Shark 2 ফোনে রয়েছে বিশেষ লিকুইড কুল প্রযুক্তি। এর ফলে দীর্ঘক্ষণ গেম খেললেও ফোন গরম হয়ে যাবে না।

Leave a Reply