Home » Blog » Tech News » প্রথম সপ্তাহে ১২ লাখ ব্যবহারকারী হারাল টুইটার

প্রথম সপ্তাহে ১২ লাখ ব্যবহারকারী হারাল টুইটার

twiiter

ইলন মাস্ক নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহ না যেতেই ১২ লাখের বেশি ব্যবহারকারী হারিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত আনুমানিক আট লাখ ৭৭ হাজার টুইটার একাউন্ট ডি-অ্যাক্টিভেট এবং চার লাখ ৯৭ হাজার অ্যাকাউন্ট বহিষ্কার করা হয়েছে। বট সেন্টিনেল নামের একটি ডেটা ফার্ম এ তথ্য জানিয়েছে। ডেটা ফার্মটি বলছে, অনেক ব্যবহারকারীকে টুইটারের পক্ষ থেকেই বহিষ্কার করা হয়েছে। আবার অনেকে নিজের ইচ্ছায় অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করেছেন।

আরও পড়ুন: নতুন ডোমেইনে ইভ্যালির নবজন্ম

বট সেন্টিনেলের প্রতিষ্ঠাতা ক্রিস্টোফার বাউজি বলেন, ইলন মাস্কের টুইটার কেনায় অনেক ব্যবহারকারী অসন্তুষ্ট হয়ে তাদের অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যবহারকারীরা গণহারে অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করতে থাকলে বড় ধরনের সমস্যায় পড়বে ইলন মাস্কের ৪৪ বিলিয়ন ডলারে কেনা টুইটার।

এদিকে ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত নিচ্ছেন। এরমধ্যে রয়েছে ভেরিফায়েড অ্যাকাউন্টের নীল ব্যাজের সাবস্ক্রিপশন বাড়ানো, কর্মীদের দিনে ১২ ঘণ্টা অফিস করানো এবং ৫০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের মতো একাধিক নতুন সিদ্ধান্ত।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে স্মার্টফোন বিক্রি

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ইলন মাস্কের এমন চাঞ্চল্যকর সিদ্ধান্তের ফলে দ্রুতই জনপ্রিয়তা হারাতে পারে টুইটার। উল্লেখ্য, বর্তমানে টুইটারের ২৩ কোটি ব্যবহারকারী রয়েছে।

Leave a Reply