Home » Blog » Tech News » মাইক্রোএলইডি টিভির নতুন সংস্করণ আনছে স্যামসাং

মাইক্রোএলইডি টিভির নতুন সংস্করণ আনছে স্যামসাং

micro led

২০১৮ সালে প্রথমবার স্যামসাংয়ের মাইক্রোএলইডি টেলিভিশন বাজারে আসে। শুরুর দিকে এর কাঠামো ব্যবসায়ী শ্রেণীর উপযোগী ছিল। পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ের ক্রেতা উপযোগী করতে সময়ে সময়ে এর মূল্যহ্রাস ও আকৃতিতে পরিবর্তনের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় শিগগিরই ৮৯ ইঞ্চি মাইক্রোএলইডি টিভি কেনার সুযোগ দেবে স্যামসাং।

আরও পড়ুন: সংঘবদ্ধ চক্রের দখলে ‘সুরক্ষা অ্যাপে’র নিয়ন্ত্রণ

৮৯, ১০১ ও ১১৪ ইঞ্চির নতুন তিনটি মাইক্রোএলইডি টিভি উৎপাদন করতে যাচ্ছে স্যামসাং। গত মে মাসে ৮৯ ও ১০১ ইঞ্চি টিভি উৎপাদনের লক্ষ্য থাকলেও পরবর্তী সময়ে তা পিছিয়ে দেয়া হয়েছিল।

আরও দেখুন: Samsung Galaxy A04s বাংলা রিভিউ

তবে কোরিয়ান প্রযুক্তি বার্তা সংস্থা দি ইলেকের প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং এরই মধ্যে ৮৯ ইঞ্চি মাইক্রোএলইডির ব্যাপক উৎপাদন শুরু করেছে। চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে নতুন সংস্করণটি বাজারে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ইউটিউব থাম্বনেইল বানিয়ে আয় করুন

নতুন এ সংস্করণে স্যামসাং এবারই প্রথম লো-টেম্পারেচার পলিক্রিস্টালিন সিলিকন (এলটিপিএস), থিন-ফ্লিম ট্রানজিস্টর (টিএফটি) গ্লাস ব্যবহার করেছে, যা ফোরকে রেজল্যুশন সাপোর্টেড। এর উৎপাদনপূর্ব মূল্য ৮০ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে, যা আগের সব মাইক্রোএলইডি টিভির চেয়ে অত্যন্ত সাশ্রয়ী, কিন্তু টেলিভিশনের দামের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল।

Leave a Reply