ফেব্রুয়ারিতে গ্রাহকদের জন্য ‘Together 20-20’ শীর্ষক বিশেষ অফার নিয়ে এসেছে Huawei.
চলতি মাসের ৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত চলমান এই অফারের আওতায় Huawei নির্দিষ্ট হ্যান্ডসেট এবং অ্যাকসেসরিজ কিনে গ্রাহকরা ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকসহ জিতে নিতে পারবেন আকর্ষণীয় সব উপহার।
অফারের আওতায় এক সঙ্গে Huawei P30 Proঅথবা Nova 5T এর সাথে Free birds-3 অথবা Smartwatch GT-2 কিনলে পাওয়া যাবে নয়েস ক্যানসেলেশন হেডফোন।
Huawei P30 Lite এবং Free birds অথবা Band-4 কিনলে পাওয়া যাবে Color Band A2। এছাড়া Huawei Y9 Prime অথবা Band-4 কিনে জিতে নিতে পারবেন “Band-4”ই।
Huawei অনুমোদিত যেকোনো ব্র্যান্ডশপ ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের (জিঅ্যান্ডজি) আউটলেট থেকে পণ্য কিনে গ্রাহকরা অফারটি নিতে পারবেন। হুয়াওয়ের জাতীয় পরিবেশক স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড ঘোষিত এই অফারটি পণ্যের স্টক থাকা সাপেক্ষে পাওয়া যাবে।
এছাড়া Huawei Y5 2019 হ্যান্ডসেট কিনে গ্রাহকরা ১০০০-৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিতে পারবেন।