Home » Blog » Tech News » বরখাস্ত দিয়েই টুইটারের ইলোন মাস্ক পর্ব শুরু

বরখাস্ত দিয়েই টুইটারের ইলোন মাস্ক পর্ব শুরু

twitter

টুইটার নিয়ন্ত্রণের নিয়েই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ একাধিক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইলোন মাস্ক। গতকাল বৃহস্পতিবার ক্রয় ‍চুক্তির মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির মাস্ক পর্ব শুরু হয়। খবর বিবিসি।

এর আগে বলা হয়েছিল, নিয়ন্ত্রণ পাওয়ার পর প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করবেন টেসলা বস ইলোন মাস্ক। গতকালের ঘটনায় এর প্রাথমিক সত্যতা মিলল। যুক্তরাষ্ট্রের একাধিক মিডিয়ায় বরখাস্ত হওয়া শীর্ষ কর্মকর্তাদের নাম প্রকাশ হয়েছে।

আরও পড়ুন: আইফোনে চার্জার না দেওয়ায় অ্যাপলকে ব্রাজিলে ফের জরিমানা

তার মধ্যে একদম ওপরে আছেন পরাগ আগরওয়াল। তিনি টেসলা প্রধানকে টুইটার কেনার চুক্তির শর্তে আটকে রাখার জন্য আদালতে গিয়েছিলেন। একইসঙ্গে কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা এবং টুইটারের আইনি নীতি, বিশ্বাস ও নিরাপত্তার প্রধানকেও বরখাস্ত করা হয়েছে।

ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ সকালে এই টুইট পোস্টে সুনির্দিষ্ট উল্লেখ না করে মাস্ক লেখেন, পাখিটি মুক্ত হয়েছে।

গত এপ্রিলে রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেয়ার প্রস্তাব দেন ইলোন মাস্ক। এরপর ভুয়া অ্যাকাউন্ট সম্পর্কিত মতবিরোধ নিয়ে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। এ নিয়ে টুইটার কর্তৃপক্ষ আইনি পথে এগোলে অক্টোবরের শুরুতে পুরোনো সিদ্ধান্তে ফিরে আসেন ইলোন মাস্ক। এরপর গতকাল টুইটার কেনার প্রক্রিয়া সম্পন্ন করেন।

Leave a Reply