14 মে লঞ্চ হবে OnePlus 7 Pro। এই ফোনে থাকবে HDR10+ ডিসপ্লে আর UFS 3.0 সাপোর্ট। ইতিমধ্যেই এই ফোনে HDR 10+ ডিসপ্লে থাকার কথা জনিয়েছে OnePlus। সম্প্রতি কোম্পানির প্রধান পিট লাউ জানিয়েছেন OnePlus 7 Pro তে থাকছে UFS 3.0 স্টোরেজ। 14 মে OnePlus 7 Pro এর সাথেই বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus 7।
সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy S10 আর S10+ ফোনেও HDR 10+ ডিসপ্লে দেখা গিয়েছিল, সাধারনত দামী টিভির ডিসপ্লে প্যানেলে এই ফিচার দেখা যায়। এই ফলে প্রত্যেক ফ্রেমে আরও ভালো কনট্রাস্ট পাওয়া যায়। HDR 10+ এর সাথেই OnePlus 7 Pro ডিসপ্লেতে থাকবে 90 Hz রিফ্রেশ রেট আর QHD+ ডিসপ্লে।
“টেলিভিশান ছাড়াও স্মার্টফোনে HR 10+ ডিসপ্লে ব্যবহার করা যায়। আশা করছি আমাদের নতুন ফোন স্মার্টফোন জগতে দুর্দান্ত ডিসপ্লে ব্যবহারের পরথ প্রদর্শক হবে।” জানিয়েছেন OnePlus প্রধান পিট লাউ।
একই সাথে লাউ জানিয়েছেন OnePlus 7 Pro ফোনে থাকছে একটি UFS 3.0 স্টোরেজ। এই ধরনের স্টোরেজে দ্রুত গতিতে রিড ও রাইট করা যায়। এর ফলে OnePlus 7 Pro ফোনে ফোন জনদ বুট হবে আর তাড়াতাড়ি অ্যাপ লঞ্চ করা যাবে এই ফোনে। সম্প্রতি লঞ্চ হওয়া Galaxy S10 সিরিজ আর Huawei P30 Pro ফোনে UFS2.1 স্টোরেজ ব্যবহার হয়েছিল।
OnePlus 7 Pro ফোনে থাকছে Snapdragon 855 চিপসেট। এই ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সেলফি ক্যামেরা ব্যবহারের জন্য এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না।