Home » Blog » Tech News » রবিশপে পাওয়া যাবে মটোরোলা ওয়ান অ্যাকশন

রবিশপে পাওয়া যাবে মটোরোলা ওয়ান অ্যাকশন

রবিশপে পাওয়া যাবে মটোরোলা ওয়ান অ্যাকশন

মোবাইল অপারেটর রবির ই-কমার্স সাইট রবিশপে পাওয়া যাবে মটোরোলা ওয়ান সিরিজের নতুন স্মার্টফোন মটোরোলা ওয়ান অ্যাকশন। আলট্রাওয়াইড অ্যাকশন ক্যামেরার স্মার্টফোনটিতে তিন ক্যামেরা সিস্টেম যুক্ত করেছে মটোরোলা। এর পেছনে রয়েছে ১২ এমপি, ১৬ এমপি ও ৫ এমপি ক্যামেরা সিস্টেম। সামনের দিকে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

 

৬.৩ ইঞ্চি মাপের সিনেমা ভিশন ডিসপ্লে যুক্ত। ফোনটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম।

Motorola One Action

এক্সিনোস ৯৬০৯ প্রসেসরের মটোরোলা ওয়ান অ্যাকশন স্মার্টফোনটিতে রয়েছে ৮৪ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। টার্বো চার্জিং সুবিধাযুক্ত স্মার্টফোনটির ব্যাটারি ৩৫০০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের।

 

স্মার্টফোনটির দাম ২৫ হাজার ৯৯০ টাকা। অনলাইন থেকে কিনলে স্মার্টফোনের সঙ্গে এক্স মিনি ব্লুটুথ স্পিকার উপহার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। 

Leave a Reply