5 মার্চ রিলিজ হবে Realme 6 ও Realme 6 Pro। ইতিমধ্যেই Realme জানিয়েছে এই দুই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ও ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। এবার Geekbench ওয়েবসাইটে Realme 6 Pro -র স্পেসিফিকেশন ফাঁস হল। 5 মার্চ নতুন দিল্লিতে এক অনুষ্ঠান থেকে এই দুই ফোন উন্মোচন করবে চিনের কোম্পানিটি। RMX2061 পডেল নম্বরে Geekbench ওয়েবসাইটে নতুন ফোনটি দেখা গিয়েছে। আগামী সপ্তাহে Realme 6 Pro নামে এই ফোন লঞ্চ হবে। এই ফোনে রয়েছে 8GB RAM। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। সঙ্গে রয়েছে একটি Qualcomm 1.8GHz অক্টা-কোর প্রসেওসর। এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকতে পারে। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল-কোর পরীক্ষায় 571 স্কোর করেছে Realme 6 Pro। অন্যদিকে মাল্টি-কোর টেস্টে এই ফোন পেয়েছে 1676। এছাড়াও সম্প্রতি 91Mobiles -এ প্রকাশিত অন্য এক রিপোর্টে Realme 6 Pro -র বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছিল। জানা গিয়েছিল এই ফোনে Snapdragon 720G চিপসেট থাকবে। অন্যদিকে Realme 6 এ থাকবে MediaTek Helio G90T চিপসেট। এই দুই ফোনেই থাকতে পারে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। দুটি ফোনেই থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। Realme 6 Pro তে 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
এছাড়াও সম্প্রতি এক রিপোর্টে এই দুই ফোনের দাম সামনে এসেছে। Realme 6 Pro -র দাম শুরু হতে পারে 13,999 রুপি থেকে। বেস ভেরিয়েন্টে থাকবে 4GB RAM + 64GB স্টোরেজ। অন্যদিকে Realme 6 -এর দাম শুরু হতে পারে 9,999 রুপি থেকে। যদিও Flipkart বা Realme -র তরফ থেকে এখনও এই দুই ফোনের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।