Home » Blog » Tech News » রিলিজের আগেই ফাঁস হলো Nokia 5.2 এর ডিজাইন

রিলিজের আগেই ফাঁস হলো Nokia 5.2 এর ডিজাইন

রিলিজের আগেই ফাঁস হলো Nokia 5.2 এর ডিজাইন

23 ফেব্রুয়ারি বার্সেলোনায় নতুন স্মার্টফোন লঞ্চের আমন্ত্রণ পাঠিয়েছে HMD Global। এই ইভেন্ট থেকে Nokia 5.2 সহ একাধিক স্মার্টফোন লঞ্চ হতে পারে। সম্প্রতি Nokia 5.2-এর ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে। ছবিতে এই ফোনের পিছনে চারটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের সামনে ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ ও ডিসপ্লের নীচে থাকছে কোম্পানির লোগো।

ট্যুইটারে ইভান ব্লাস Nokia 5.2-এর ছবি প্রকাশ করেছেন। এই ফোনের পিছনে বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের পিছনে গ্লসি ফিনিশ ব্যবহার করেছে ফিনল্যান্ডের কোম্পানিটি। ফোনের সামনে এই দামের অন্যান্য ফোনের মতোই ডিজাইন থাকছে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ ও ডিসপ্লের নীচে থাকছে কোম্পানির লোগো। Nokia 5.2-তে থাকতে পারে 6GB RAM ও 64GB স্টোরেজ। লঞ্চের সময় এই ফোনের দাম হতে পারে 180 মার্কিন ডলার (প্রায় ১৫৫০০ টাকা)।

Leave a Reply