অনেক দিন ধরেই টেক দুনিয়ায় Samsung Galaxy M31 রিলিজ ঘিরে জল্পনা তুঙ্গে। সম্প্রতি একের পর এক রিপোর্টে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এবার Galaxy M31-এর ক্যামেরা ও ব্যাটারি স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। 2020 সালে Galaxy M31 ছাড়াও এই সিরিজে লঞ্চ হবে Galaxy M11, Galaxy M21 ও Galaxy M41।
জানুয়ারিতে এক রিপোর্টে জানা গিয়েছিল Android 10 অপারেটিং সিস্টেম সহ রিলিজ হবে Galaxy M31। মঙ্গলবার ট্যুইটারে জনপ্রিয় ইউটিউবার রঞ্জিত কুমার এক পোস্টে এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এনেছেন। ট্যুইটারে রঞ্জিত জানিয়েছেন Galaxy M31-এ থাকতে পারে 64 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের কোম্পানির নিজস্ব ISOCELL GW1 সেন্সর ব্যবহার করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Samsung Galaxy A70s ও Realme XT-তেও এই সেন্সর ব্যবহার হয়েছিল।গত বছর 6,000 mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছিল Galaxy M30s। Galaxy M31 টিজারে “Mega Monster” হ্যাশট্যাগ দেখা গিয়েছে। নতুন ফোনেও 6,000 mAh ব্যাটারি ব্যবহার করতে পারে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।