বৃহস্পতিবার রিলিজ হতে চলেছে Mi 10। রিলিজের এক দিন আগে এই ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ্যে নিয়ে এল Xiaomi। কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপে থাকছে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, হোল, পাঞ্চ ডিসপ্লে ডুয়াল স্টেরিও স্পিকার, 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। Mi 10 -এ থাকছে 4,500 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 50W ফাস্ট চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।
বুধবার সোশ্যাল মিডিয়ায় Xiaomi জানিয়েছে Mi 10 -এ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের সর্বোচ্চ 1,120 নিটস ব্রাইটনেস পাওয়া যাবে। 90Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে 180Hz টাচ রেসপন্স থাকছে। এই ফোনের HDR 10+ ডিসপ্লেতে থাকছে 5000000:1 কনট্রান্স রেশিও। Mi 10 এর পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 7680×4320 পিক্সেল রেসোলিউশনে 8K ভিডিও রেকর্ড করা যাবে। সঙ্গে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার ও Wifi 6 সাপোর্ট। Geekbench লিস্টিং থেকে জানা গিয়েছে ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 865 চিপসেট ও 8GB RAM।Xiaomi আরও জানিয়েছে Mi 10 -এর ভিতরে একটি 4,500 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকছে 50W ফাস্ট চার্জ সাপোর্ট। মাত্র 45 মিনিটে এই ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হবে। সঙ্গে থাকছে 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জিং। Mi 10 -এ থাকছে একটি 108 মেগাপিক্সেল ISOCELL Bright HMX সেন্সর। বৃহস্পতিবার Mi 10 এর সঙ্গেই লঞ্চ হবে Mi 10 Pro।