Home » Blog » Tech News » রিলিজ হলো Huawei Mate XS

রিলিজ হলো Huawei Mate XS

রিলিজ হলো Huawei Mate XS

এসে গেল Huawei Mate Xs। এটা কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল স্মার্টফোন। গত বছর লঞ্চ হয়েছিল কোম্পানির প্রথম ফোল্ডেবল ফোন Huawei Mate X। শুধুমাত্র চিনে বিক্রি হয়েছে সেই ফোন। নতুন Mate Xs -এ নতুন ডিজাইনের ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার করেছে Huawei। নতুন ফোনের ভিতরে থাকছে Kirin 990 চিপ। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI 10 স্কিন চলবে।

Huawei Mate Xs -এর দাম

Huawei Mate Xs -এর দাম 2,499 ইউরো। চিনের বাইরে বিভিন্ন দেশে এই ফোন বিক্রি হবে। 

Huawei Mate Xs ডিজাইন ও স্পেসিফিকেশন

Huawei Mate Xs -এ Mate X এর মতো ডিজাইন ব্যবহার হয়েছে। এই ফোনে থাকছে একটি ফোল্ডেবল ডিসপ্লে। ভাঁজ খুললে একটি ট্যাবলেটের মতো আকার নেবে এই ডিভাইস। ডিসপ্লের সুরক্ষার জন্য অতিরিক্ত স্তর ব্যবহার হয়েছে। এছাড়াও থাকছে একটি সম্পূর্ণ নতুন ডিজাইনের হিঞ্জ। নতুন ফোনের ভিতরে রয়েছে Kirin 990 চিপ। এই ফোনে 5G কানেক্টিভিটি থাকছে। Huawei Mate Xs -এ Android 10 থাকলেও Google সাপোর্ট পাওয়া যাবে না। ফলে ওপেন সোর্স ভার্সানের অ্যানড্রয়েড ব্যবহার হবে এই ফোনে। একই সঙ্গে সোমবার লঞ্চ হয়েছে কোম্পানির নতুন দুটি ল্যাপটপ Honor MagicBook 14 ও MagicBook 15।

Leave a Reply