Home » Blog » Tech News » দেশের বাজারে সাশ্রয়ী দামের রিয়েলমি সি৩৩ উন্মোচন

দেশের বাজারে সাশ্রয়ী দামের রিয়েলমি সি৩৩ উন্মোচন

realme c33

তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে স্টাইলিশ ডিজাইন ও উন্নত সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তির পাওয়ারফুল ক্যামেরার এন্ট্রি-লেভেল স্মার্টফোন সি৩৩ উন্মোচন করেছে। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ সুবিধার এই ফোন মাত্র ১২,৯৯৯ টাকায় কেনা যাবে।

রিয়েলমি সি৩৩ এর ডিজাইন, সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তির পাওয়ারফুল ক্যামেরা, সুবিশাল ব্যাটারি ও ইউএফএস ২.২ সুপার ফাস্ট ডেটা ট্রান্সফারের ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। এই ফোন দারুণ দুইটি রঙ অ্যাকুয়া ব্লু ও নাইট সি কালারে পাওয়া যাচ্ছে। এছাড়া শিগগিরই বাজারে আসতে যাচ্ছে ডিভাইসটির ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি।

আরও পড়ুন: কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের

রিয়েলমি সি৩৩ ফোনের সঙ্গে ফ্যানরা পাবেন বাংলালিংকের এক্সক্লুসিভ ২০ জিবি ডেটা প্যাক ১২ মাসের জন্য। এছাড়া দারাজের ১১.১১ ক্যাম্পেইনে রিয়েলমি ফ্যানদের জন্য থাকবে দুর্দান্ত সব অফার। ১০ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট থেকে শুরু হয়ে যাওয়া ফ্ল্যাশ সেল চলাকালে ব্যবহারকারীরা মাত্র ১২,০৯৯ টাকায় দারাজ থেকে রিয়েলমি সি৩৩ কিনতে পারবেন। সাথে থাকছে বিভিন্ন ব্যাংক কার্ডে আকর্ষণীয় ছাড় ও ইএমআই সুবিধা গ্রহণ করে ফোন কেনার সুযোগ।

রিয়েলমির নতুন ফোনটির বিশেষত্ব হল এর চমৎকার ডিজাইন, ৫০ মেগাপিক্সেল সিএইচডিআর ক্যামেরা ও ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ৮.৩ মিলিমিটারের স্লিম বডি ও রাইট-অ্যাঙ্গেল বেজেলসহ এই ফোন ব্যবহারকারীর স্টাইল স্টেটমেন্টে যোগ হবে নতুন মাত্রা।

আরও পড়ুন: বরখাস্ত দিয়েই টুইটারের ইলোন মাস্ক পর্ব শুরু

ডিভাইসটির ৫০ মেগাপিক্সেলের সিএইচডিআর অ্যালগরিদম প্রযুক্তি সম্বলিত ক্যামেরা, যার সাহায্যে খুব সহজেই তোলা যাবে আরও উজ্জ্বল ও মনোমুগ্ধকর ছবি। এই প্রযুক্তির সাহায্যে অতিরিক্ত আলোতে ব্যবহারকারীরা ভালো ডিটেইলস সহ পারফেক্ট, পরিষ্কার ও ঝকঝকে ছবি তুলতে পারবেন।

এছাড়াও স্টাইলিশ এই ফোনে আছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যার সাহায্যে দিনভর চার্জ শেষ হয়ে যাওয়ার চিন্তা ছাড়াই ফোন ব্যবহার করা যাবে। ৩৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধার পাশাপাশি একবার ফুল চার্জ করলে ৩৬.৭ ঘণ্টা ফোনে কথা বলা যাবে এবং ৮৪.৭ ঘণ্টা গান ও ১৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও উপভোগ করা যাবে। মাত্র ৫ শতাংশ চার্জ দিয়ে ৪৩.৬ ঘণ্টা পর্যন্ত চলবে রিয়েলমি সি৩৩।

25 thoughts on “দেশের বাজারে সাশ্রয়ী দামের রিয়েলমি সি৩৩ উন্মোচন”

  1. Pingback: where can i buy neurontin

  2. Pingback: buy crestor 20mg

  3. Pingback: order colchicine no prescription

  4. Pingback: is pill symbol t9d1 20 cialis

  5. Pingback: cheap singulair generic

  6. Pingback: cutting cialis 20mg

  7. Pingback: generic sitagliptin

  8. Pingback: buy nexium esomeprazole

  9. Pingback: topamax used weight loss pill

  10. Pingback: can i buy synthroid online

  11. Pingback: where to buy depakote

  12. Pingback: cheap prednisolone

  13. Pingback: is 4 5mg cialis the same as one 20mg

  14. Pingback: buy allegra d online

  15. Pingback: nexium buy in canada

  16. Pingback: discount coupon for flomax

  17. Pingback: buy diltiazem 2023

  18. Pingback: what are diclofenac 50mg tablets for

  19. Pingback: norvasc 10mg

  20. Pingback: 5mg cialis vs 20mg cialis

  21. Pingback: vidalista 20 the came as cialis 20mg

  22. Pingback: buy cialis generic canada

  23. Pingback: cialis 20 mg pill for bph

  24. Pingback: order viagra ship canada

  25. Pingback: cialis 20 mg

Leave a Reply