Home » Blog » Tech News » শুক্রবার আসছে গ্যালাক্সি ফোল্ড

শুক্রবার আসছে গ্যালাক্সি ফোল্ড

শুক্রবার আসছে গ্যালাক্সি ফোল্ড

৬ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বাজারে স্যামসাংয়ের প্রথম ফোল্ডএবল স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ড, এমনটাই জানিয়েছেন বিষয়টির সঙ্গে জড়িত এক সূত্র।

চলতি বছরের এপ্রিল মাসেই প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আসার কথা ছিলো ডিভাইসটি। কিন্তু ডিভাইসটির পর্দায় ত্রুটির কারণে তা কয়েক দফা পেছানো হয়েছে।

ওই সূত্রের পক্ষ থেকে বার্তাসংস্থা র‍য়টার্সকে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় গ্যালাক্সি ফোল্ডের দাম হবে ২৪ লাখ ওন (১৯৮০ মার্কিন ডলার)। ডিভাইসটি নিয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি ওই ব্যক্তি।

এ বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

বর্তমান স্মার্টফোন বাজার অনেকটাই স্তিমিত। এই বাজারে নতুন ধারার এই ডিভাইসটি দিয়ে আবারও উদ্ভাবনী কিছু করার চেষ্টা করছে স্যামসাং।

জুলাই মাসে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সেপ্টেম্বরেই বিক্রির জন্য প্রস্তুত হবে গ্যালাক্সি ফোল্ড। পর্যালোচকরা ডিভাইসটির ত্রুটি বের করার পর নতুন নকশায় কব্জা আরও মজবুত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বাজারে আনার পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে গ্যালাক্সি ফোল্ডের প্রি-অর্ডার নিচ্ছে স্যামসাং।

Leave a Reply