Home » Blog » Tech News » সবচেয়ে দ্রুততম সময়ে চার্জিং ফোন আনছে শাওমি

সবচেয়ে দ্রুততম সময়ে চার্জিং ফোন আনছে শাওমি

সবচেয়ে দ্রুততম সময়ে চার্জিং ফোন আনছে শাওমি

শিগগিরই চীনের বাজারে স্মার্টফোন মি ৯প্রো ৫জি আনছে শাওমি। মঙ্গলবার চীনে অনুষ্ঠিত এক ইভেন্টে প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। চলতি বছরই সবচেয়ে দ্রুততম চার্জিং প্রযুক্তির এই স্মার্টফোনটি আনার দাবি করেছে শাওমি।

শাওমির নতুন প্রযুক্তির চার্জিংয়ে থাকবে ওয়্যারলেস প্রযুক্তি। এতে থাকবে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং দেয়া সম্ভব হবে। 

শাওমির দাবি, তাদের এই প্রযুক্তির ওয়্যারলেস চার্জিংয়ে ৪০০০ এমএএইচ ব্যাটারির একশ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৬৯ মিনিট। এতে শাওমির মি ৯ প্রো ৫ জি সংস্করণ ব্যবহার করা হবে।

এই ফোনটিতে থাকছে ৮ বা ১২ জিবির র‌্যামসহ একটি স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসর, ১০৮০ রেজ্যুলেশনের ৬.৪ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। একটি ১৬ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ও একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্সসহ ৪৮ মেগাপিক্সেলের প্রধান সেন্সর।

শাওমি জানিয়েছে, চীনে ফোনটির দাম পড়বে ৩৬৯৯ ইউয়ান। এছাড়া আলাদাভাবে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জারটির দাম পড়বে ১৯৯ ইউয়ান।

Leave a Reply