Home » Blog » Tech News » সাধ্যের মধ্যে নতুন ফোন আনলো স্যামসাং

সাধ্যের মধ্যে নতুন ফোন আনলো স্যামসাং

সাধ্যের মধ্যে নতুন ফোন আনলো স্যামসাং

সাধ্যের মধ্যে নতুন স্মার্টফোন নিয়ে এলো স্যামসাং। এটি তিন ক্যামেরায় শক্তিশালী ব্যাটারির ফোন। মডেল এম১১। গ্যালাক্সি এম১০ টেনের উত্তরসূরি এই ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। সঙ্গে থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে ১.৮ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর ব্যবহার হলেও চিপসেটের নাম প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

দামের উল্লেখ না করেই সংযুক্ত আরব আমিরশাহির স্যামসাং ওয়েবসাইটে এই ফোন সামনে এসেছে। এসএম-এম১১৫এফ মডেল নম্বরে কালো, নীল ও বেগুনি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ডুয়াল সিমের ফোনটিতে থাকছে ৬.৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে স্ন্যাপড্রাগন ৪৫০ মডেলের চিপসেট থাকতে পারে। যদিও লঞ্চের সময় চিপসেটের নাম জানায়নি স্যামসাং।৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম থাকছে ডিভাইসটিতে।

 

গ্যালাক্সি এম১১ ফোনটির পিছনে তিনটি ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে একটি ৫ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ১৫ হাজার টাকার মধ্যে মিলবে এই ফোন।

Leave a Reply