Home » Blog » Tech News » সাশ্রয়ী নতুন ফোর জি ফোন আনল সিম্ফনি

সাশ্রয়ী নতুন ফোর জি ফোন আনল সিম্ফনি

সাশ্রয়ী নতুন ফোর জি ফোন আনল সিম্ফনি

দেশে সাশ্রয়ী দামের ফোর–জি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোনের চাহিদা বাড়ছে। ‘নতুন দিনের সম্ভাবনায় সবার জন্য ফোর–জি’ স্লোগানে দেশি মোবাইল ব্র্যান্ড সিম্ফনি বাজারে এনেছে ‘জি১০’ নামে নতুন ফোর–জি স্মার্টফোন।

সিম্ফনির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ ইঞ্চি ডিসপ্লের সিম্ফনি জি১০ স্মার্টফোনটিতে আছে ১.৪ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, সামনে ও পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ওয়াইফাই, ব্লুটুথ ছাড়াও এই ফোনটিতে আছে জি সেন্সর এবং ওয়্যারলেস রেডিও সুবিধা। আছে ২ হাজার এমএএইচ এর লি আয়ন ব্যাটারি। সব ধরনের মাল্টিমিডিয়া সুবিধা পাওয়া যাবে।

কালো, নীল ও সোনালি রঙে সিম্ফনির আউটলেটে ফোনটি পাওয়া যাবে। এর দাম ৪ হাজার ২৯০ টাকা।

Leave a Reply