Home » Blog » Tech News » সুপার ফাস্ট চার্জিং সহ আসছে Redmi K30 Pro 5G

সুপার ফাস্ট চার্জিং সহ আসছে Redmi K30 Pro 5G

সুপার ফাস্ট চার্জিং সহ আসছে Redmi K30 Pro 5G

চীনের সার্টিফিকেশন ওয়েবসাইটে Xiaomi -র দুটি নতুন 5G স্মার্টফোন সবুজ সংকেত পেল। এর মধ্যে অন্যতম Redmi K30 Pro 5G। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Redmi K30 5G। এবার 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেল এই ফোনের প্রো ভার্সন। নতুন ফোনে 33W ফাস্ট চার্জ সাপোর্ট থাকতে পারে।

M2001J11E ও M2001J11C মডেল নম্বরে দুটি স্মার্টফোন চিনের 3C সার্টিফিকেশন পাশ করেছে। চিনের একাধিক সংবাদবাধ্যমে জানানো হয়েছে এর মধ্যে অন্যতম স্মার্টফোনটি হল Redmi K30 Pro 5G। এই ফোনে 33W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। চলতি সপ্তাহে প্রকাশিত অন্য এক রিপোর্টে এই ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছিল। Redmi K30 Pro প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে। Redmi K30 Pro তে থাকবে 5G কানেক্টিভিটি।

Leave a Reply