প্রতিদিন আঙুলের ছাপ দিয়ে অফিসে প্রবেশ করেন অনেকেই। সরকারি–বেসরকারি বিভিন্ন সেবা গ্রহণের সময় পরিচয় যাচাই করতেও প্রয়োজন হয় আঙুলের ছাপের। তবে বারবার আঙুলের ছাপ দিতে অনেকে বিরক্ত হন। এবার আঙুলের ছাপের বদলে হাতের তালু দেখিয়েই নিজের পরিচয় জানান দেওয়া যাবে। নতুন এ সুবিধা দিতে ‘পাম স্ক্যানিং’ প্রযুক্তিনির্ভর যন্ত্র এবং নেটওয়ার্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান কিয়ো।
আরও পড়ুন: একদিনের জন্য পৃথীবিতে ইন্টারনেট না থাকলে কি ঘটবে?
জানা গেছে, গোলাকার যন্ত্রটির সামনে বা ওপরে হাত রাখলেই স্বয়ংক্রিয়ভাবে তালু স্ক্যান হয়ে যায়। এরপর কিয়ো নেটওয়ার্কের তথ্যভান্ডারে সঙ্গে স্ক্যান করা তথ্য মিলিয়ে বিভিন্ন ব্যক্তির পরিচয় যাচাই করা হয়। পরিচয় শনাক্ত হলেই কেবল দরজা খোলা বা বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগ মিলে থাকে। স্ক্যান করা তথ্য কিয়ো অ্যাপের মাধ্যমে দ্রুত জানাও যায়। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এ যন্ত্র এবং নেটওয়ার্ক–সুবিধা চালু করা হবে।
সূত্র: টেক ক্রান্চ