Home » Blog » Tech News » স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন

স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন

স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন

দেশের বাজারে স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন স্পার্ক ৪ আনল টেকনো। সাড়ে ৬ ইঞ্চি মাপের বিগ ডট নচ ডিসপ্লে ও কম বেজেলের স্মার্টফোনটিতে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি সুবিধা। স্পার্ক ৪-এর পেছনে তিনটি ক্যামেরা হচ্ছে ১৩,২ ও ০.৮ মেগাপিক্সেলের। ফোনটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজের ফোনটিতে রয়েছে ১২ ন্যানোমিটারের একটি কোয়াড কোর প্রসেসর। এতে ফিংগার প্রিন্ট ও ফেস লক সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েড ৯ পাই এবং টেকনোর লেটেস্ট হাই ওএস ৫.৫ সংস্করণ চালিত ফোনটিতে গেমিং মোড, সিপিইউ কুলার, এআই ভিডিও চ্যাটিংয়ের মতো নতুন ফিচার যুক্ত হয়েছে।টেকনো কর্তৃপক্ষ জানিয়েছে, দাম এবং ফিচার বিবেচনায় টেকনোর এই নতুন মডেল বাজারে ভালো করবে বলে মনে করছেন তাঁরা। 

(সূত্রঃ প্রথম-আলো) 

Leave a Reply