Home » Blog » Tech News » ইউটিউবে ব্যবহারকারীর স্বতন্ত্র পরিচিতি সুবিধা আসছে

ইউটিউবে ব্যবহারকারীর স্বতন্ত্র পরিচিতি সুবিধা আসছে

youtube

ব্যবহারকারীদের জন্য স্বতন্ত্র পরিচিতি–সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে ইউটিউব। নতুন এ শনাক্তকরণের সুবিধায় (@name) ফরম্যাট বা হ্যান্ডল ব্যবহার করে নিজেদের পরিচয় অন্যদের জানাতে পারবেন ইউটিউব ব্যবহারকারী। এ সুবিধা বিভিন্ন প্ল্যাটফর্মে থাকলেও এত দিন ইউটিউবে ছিল না।

আরও পড়ুন: মুঠোফোন ভিজে গেলে চালের মধ্যে রাখলে কি কোনো লাভ হয়?

নতুন এ শনাক্তকরণের সুবিধায় প্রত্যেক ইউটিউব ব্যবহারকারীকে ইউটিউবে স্বতন্ত্র পরিচিতি দেওয়া হবে, যা বিভিন্ন চ্যানেল, পেজ, শর্টস প্রভৃতিতে ব্যবহার করা যাবে। মন্তব্য করার সময় অন্য কোনো ব্যক্তির প্রসঙ্গে টানতে নাম উল্লেখ করার পরিবর্তে @ চিহ্ন দিয়ে সেই ব্যক্তির আইডি ব্যবহার করলেই হবে। শুধু তা–ই নয়, ভিডিওর বর্ণনা, শিরোনামসহ বিভিন্ন ক্ষেত্রেও এ আইডি ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: ইউটিউব থাম্বনেইল বানিয়ে আয় করুন

ইউটিউব ব্লগে জানানো হয়েছে, ভিডিও নির্মাতা ও ব্যবহারকারীদের অন্যান্য পরিচিতি নিশ্চিত করতে এ সুবিধা চালু করা হচ্ছে। এ সুবিধা কাজে লাগিয়ে পছন্দের ভিডিও নির্মাতাদের সঙ্গে সহজে যোগাযোগ করা যাবে। এর মাধ্যমে ইউটিউবে ভুয়া অ্যাকাউন্টধারীর সংখ্যা কমানো সম্ভব হবে। এ সপ্তাহ থেকেই ধীরে ধীরে এ সুবিধা চালু হবে।

আরও দেখুন: Tecno Pova Neo 2 বাংলা রিভিউ

কোনো ব্যবহারকারী যদি তাঁর ব্যক্তিগত ইউআরএল তৈরি করে থাকেন, তবে সেটাই তাঁদের ডিফল্ট হ্যান্ডেল বা পরিচিতি হবে। ১০০ সাবসক্রাইবারের বেশি হলে কেবল এ ধরনের কাস্টম ইউআরএল তৈরি করা যাবে।
সূত্র: দ্য ভার্জ

Leave a Reply