দেশের বাজারে গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন এম ৩০ এস আনার ঘোষণা দিল স্যামসাং। ৬ দশমিক ৪ ইঞ্চি মাপের ফুল এইচডি রেজল্যুশনের ৮ দশমিক ৯ মিলিমিটার পুরু ফোনটির ওজন ১৮৮ গ্রাম। ফোনটিতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিকে এর বিশেষত্ব হিসেবে তুলে ধরছে স্যামসাং।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এম ৩০ এস ফোনটিতে ৬ জিবি র্যাম, ১২৮ জিবি রম, পেছনে ৪৮ এমপি, ৮ এমপি ও ৫ এমপির তিন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
স্যামসাংয়ের ওয়ান ইউআই ইন্টারফেসের সঙ্গে ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলে। এতে রয়েছে এক্সিনোস ৯৬১০ অক্টাকোর প্রসেসর। ফোনটির দাম ২৭ হাজার ৪৯০ টাকা।