Home » Blog » Tech News » স্যামসাংয়ের মহাশক্তিশালী ফোন বাজারে

স্যামসাংয়ের মহাশক্তিশালী ফোন বাজারে

স্যামসাংয়ের মহাশক্তিশালী ফোন বাজারে

প্রতিবেশি দেশ ভারতের বাজারে এলো স্যামসাংয়ের ‘মহাশক্তিশালী’ ফোন গ্যালাক্সি এম৫১। একটি অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে এই ফোনকে ভারতে লঞ্চ করা হয়েছে। গত সপ্তাহে গ্যালাক্সি এম৫১ কে জার্মানিতে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি ভারতে ওয়ানপ্লাস নর্ডকে টেক্কা দেবে।

ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটা এবং ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। কোম্পানি এই ফোনের জন্য ‘মনস্টারএভার’ ট্যাগ ব্যবহার করেছে। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নিই।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম ৫১ দুটি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৪,৯৯৯ রুপি। আবার ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৬,৯৯৯ রুপি। ফোনটি ইলেকট্রিক ব্লু ও সিলেস্টিয়াল ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

 

স্যামসাং গ্যালাক্সি এম৫১ স্মার্টফোনটি অ্যানড্রয়েড ১০ ভিত্তিক স্যামসাংয়ের নিজস্ব ওয়ানইউআই স্ক্রিনে চলবে। এই ফোনে পাবেন ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড প্লাস প্যানেল। এর রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং আসপেক্ট রেশিও ২০:৯। এতে ইনফিনিটি ও ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের প্রটেকশনের জন্য এখানে আছে কর্নিং গরিলা গ্লাস। ফোনের ডিসপ্লের উপরদিকে মাঝখানে পাঞ্চ হোল কাট আউট আছে।

ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি অক্টা কোর প্রসেসর সহ এসেছে। এতে পাবেন ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক দেওয়া হয়েছে।

Leave a Reply