ফেসবুকের অন্যতম ফিচার লাইক। সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ জুড়ে কার পোস্ট কতটা জনপ্রিয় তাও নির্ধারণ হয় লাইকের মাধ্যমে।
কিন্তু অনেক সময় ‘বাজে’ কনটেন্ট বেশি লাইক পেলেও ‘ভালো’ কনটেন্ট কম লাইক পায়। এমন লাইকের প্রতিযোগীতায় অনেকে মানসিকভাবেও অসুস্থও হয়ে যাচ্ছে।লাইকের বিচারে কেউ যাতে অসুস্থ প্রতিযোগীতার মধ্যে না যায় তাই একজনের লাইক অন্যজন দেখতে না পায় সে জন্য লাইক অপশনটি হাইড করার পরিকল্পনা করছে ফেসবুক।
ফেসবুকে ২০০৯ সালে সোশ্যাল নেটওয়ার্কে ‘লাইক’ ফিচারটি চুক্ত করা হয়। কিন্তু যত দিন যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইক অপশনের কারণে অনেকের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
তবে এখনই ‘লাইক’ অপশনটি তুলে নেয়া হচ্ছে না। কিন্তু বাজে প্রতিযোগীতা বন্ধের জন্য অপশনটি হাইড করা হচ্ছে।
লাইক অপশন হাইড করা হলেও ফেসবুকে ব্যবহারকারী তার নিজের পোস্টে কতটা লাইক পেয়েছেন তা দেখতে পারবেন।
তবে প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে এই কাজটি শুরু করবে জানা গেছে। তবে কবে নাগাদ ফেসবুকে লাইক অপশপন হাইড করা হবে তা এখনও প্রক্রিয়াধীন।