Home » Blog » Tech News » হেডফোন জ্যাককে অপরিহার্য মনে করেন না গ্রাহক

হেডফোন জ্যাককে অপরিহার্য মনে করেন না গ্রাহক

হেডফোন জ্যাককে অপরিহার্য মনে করেন না গ্রাহক

রেডমি নোট ৮, রেডমি নোট ৮ প্রো সংস্করণের দুটি ফোন নিয়ে বাজারে আসতে পারে রেডমি ৮ সিরিজ। ২৯ আগস্ট ফোনগুলো বাজারে আসবে। চীনে ফোন দুটির প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

ইতিমধ্যে ফোন দুটির প্রি-বুকিয়ের সংখ্যা ১০ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। এর আগে রেডমি নোট ৮ প্রো-এর ফিচার নিয়ে রেডমি ভক্তদের কাছে জানতে একটি জরিপ চালিয়েছেন রেডমি ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার। সোশ্যাল মিডিয়া সাইট উইবোতে চালানো জরিপটিতে তিনটি অপশন থেকে একটি বেছে নিতে বলেন ওয়েবিং।

অপশনগুলো হল টাইপ-সি পোর্ট, হেডফোন জ্যাক নাকি ইনফারেড (রিমোর্ট কন্ট্রোল সুবিধা) প্রযুক্তি।

এ জরিপ থেকে জানা যায়, বেশিরভাগ ক্রেতা হেডফোন জ্যাককে অপরিহার্য মনে করেন না। ৫৯ দশমিক ৩ শতাংশ মানুষ হেডফোন জ্যাক ফিচারটি ছাড় দিতে রাজি আছেন।

ইনফারেড ফিচার না থাকলেও চলবে বলে জানিয়েছেন ৩১ দশমিক ৪ শতাংশ মানুষ। টাইপ-সি পোর্ট না থাকলেও আপত্তি নেই বলে জানিয়েছেন ৯ দশমিক ৩ শতাংশ মানুষ। রেডমি নোট ৮ প্রো-সংস্করণে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও জি৯০টি। (যুগান্তর)

Leave a Reply