Home » Blog » Tech News » ১লা সেপ্টেম্বর আসছে রিয়েলমি এর নতুন স্মার্টফোন সিরিজ

১লা সেপ্টেম্বর আসছে রিয়েলমি এর নতুন স্মার্টফোন সিরিজ

১লা সেপ্টেম্বর আসছে রিয়েলমি এর নতুন স্মার্টফোন সিরিজ

করনাকালীন সময় পিছনে ফেলে বর্তমান সময়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে গোটা বিশ্ব। এর ধারাবাহিকতার ছোঁয়া লেগেছে স্মার্টফোন দুনিয়াতেও। নিত্য দিনই নতুন নতুন ডিভাইস বাজারে আনতে চেষ্টা করছে স্মার্টফোন কোম্পানিগুলো। রিয়েলমিও এর ব্যতিক্রম নয়। 

আগামী ১লা সেপ্টেম্বর নতুন স্মার্টফোন সিরিজ “X7” রিলিজ করতে যাচ্ছে কোম্পানিটি। সিরিজটিতে খুব সম্ভবত “RealMe X7” এবং “RealMe X7 Pro” এই দুটি স্মার্টফোন প্রথমে আনা হবে। আজ ওইবোতে এই তথ্য নিশ্চিত করেছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। 

স্পেসিফিকেশন নিয়ে আপাতত কোন তথ্যই প্রকাশ করেনি কোম্পানিটি। তবে প্রকাশ করা ছবি থেকে দেখা যাচ্ছে যে ফোনতি খুবই স্লীম ভেজেলের যদিও প্রমোশনাল ইমেজের সাথে বাস্তবতার বিস্তর ব্যবধান থেকেই যাই। তবে ইন্টারনেটে ফাঁস হওয়া গুজব অনুযায়ী ফোনটিতে থাকতে পারে অ্যামোলেড ডিসপ্লে সেট-আপ। আরও থাকতে পারে কার্ভি ডিসপ্লে সেট আপ। তবে এসবই এখন গুজব। নিশ্চিত ফিচারগুলো জানতে টেক পিয়াসীদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Leave a Reply