Home » Blog » Tech News » ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ শীঘ্রই আসছে Xioami Mi 10 Ultra

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ শীঘ্রই আসছে Xioami Mi 10 Ultra

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ শীঘ্রই আসছে Xioami Mi 10 Ultra

আগামীকালই খুব সম্ভবত রিলিজ হতে যাচ্ছে শাওমির ফোন নতুন স্মার্টফোন Xioami Mi 10 Ultra। শাওমির দশম বার্থ ডে উপলক্ষ্যেই আসলে এই ব্লকবাস্টার ফোনটি রিলিজের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় এই কোম্পানিটি। রিলিজের আগে যথারীতি ফোনটির ফিচার নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা কল্পনা। 

ফাঁস হওয়া ফিচার অনুযায়ী ফোনটিতে থাকবে মে ১৬ জিবি র‍্যাম সাপোর্ট। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৮৬৫+ প্রসেসর। আর ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ১০ ভার্সন দ্বারা। 

এছাড়া Xioami Mi 10 Ultra ফোনটিতে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ফুল এইচ ডি+ অ্যামোলেড ডিসপ্লে। আর সাথে থাকতে পারে ৪৫০০ মিলি- অ্যাম্পিয়ার ব্যাটারি সাপোর্ট। যাকে চার্জ করার জন্য ১০০ ওয়াট অথবা ১২০ ওয়াট চার্জার। 

আর, ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ফোনটির ক্যামেরা সেকশনে বড় ধরনের চমক দেখাতে যাচ্ছে শাওমি। ফোনটিতে থাকবে মেগা ১০৮ মেগাপিক্সেল রিয়্যার ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। 

Leave a Reply