৬.৫ ইঞ্চি ডিসপ্লেসহ ৭ জিবি র্যামের ফোন বাজারে আনতে যাচ্ছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। ফোনটির মডেল অপো এ১৭কে। ৯১মোবাইলস অপো এ১৭কে ফোনের পোস্টার শেয়ার করেছে।
সেখানে উল্লেখ করা হয়েছে, অপোর নতুন ফোনে থাকবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে থাকবে ২.৩ গিগাহার্টজ ক্লক স্পিডের মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর।
অপোর ফোরজি নতুন এই ফোনে ৩ জিবি র্যামের সাথে থাকছে ৪ জিবি ভার্চুয়াল র্যাম। সবমিলিয়ে ৭ জিবি র্যামের পারফমেন্সে পাওয়া যাবে ফোনটিতে।
আরও পড়ুন: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আনছে শাওমি
ফোনটি অ্যান্ড্রয়েড ১২ চালিত কালারওএস ১২ কাস্টম স্কিনে চলবে। অপো এ১৭কে ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে এফ/২.২ অ্যাপারচারসহ ৫ মেগাপিক্সেল সেন্সর। সেলফিপ্রমীদের জন্য থাকবে এফ/২.০ অ্যাপারচারসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও দেখুন: Oppo F21 Pro 5G vs Vivo V23 5G || কে সেরা ?
সিকিউরিটির জন্য অপোর নতুন ফোনে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া হ্যান্ডসেটটিতে ডাইর্যাক ৩.০ অ্যাপটি প্রি-ইনস্টল করা থাকবে।
ভারতের বাজারে চীনের তৈরি এ ফোনের মূল্য হবে ১০ হাজার ৪৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা।