আজকে যে ডিভাইস টি নিয়ে আপনাদের সাথে কথা বলেতে যাচ্ছি এটি হচ্ছে Light 16
2013 সালের দিকে এটি রিলিজ করেছিলো বিনিয়োগ কারী প্রতিষ্ঠান গুগোল। এই ডিভাইসটির বিশেষত্ব হল এর ক্যামেরা। এটি ক্যামেরা সম্বলিত যন্ত্রাংশ যা ছবি তোলার কাজে নির্মাণ করা হয়েছিল। এদিকে এটিকে ডিজিটাল এসএলআর ক্যামেরার জন্য এটিকে একটি হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছিল, এর কারণ হল এর ভেতরে ইন্সটল করা 16 টি ক্যামেরা ,যে ক্যামেরা গুলি বিভিন্ন অ্যাপারচার এ ছবি তুলতে পারে ,
28 mm f/2.0
70 mm f/2.0
150mm f/2.4
5x Optical Zoom
52 MP effective Res.
1/8000 shutter speed
ইন্টার্নাল স্টোরেজ 256 জিবি
ব্যাটারি ৪১২০ মিলিঃ এম্পায়ার
and the most powerful thing is Qualcomm Snapdragon 820 processor
with 5 inch FHD LCD, OS :Android
দাম ধার্য করা হয়েছিল $2000 ডলার
এখন আসা যাক ব্যবহার ও কার্যকারিতায়ঃ
এই ডিভাইস টি এক সাথে 16 টি ক্যামেরা দিয়ে ভিন্ন ভিন্ন মুডে ছবি তুলতে সক্ষম ,
কিন্তু L16 এর ভিডিও ধারণ করার ক্ষমতা ছিল না। এ জন্য এটি তেমন ভালো করতে পারে নি। কারণ এর প্রতিযোগী পণ্যগুলো
অনেক কার্যকরী ছিল যেগুলো হলো মোবাইল ফোন বিশেষ করে বলা যায়ঃ
Iphone X or
Google pixel devices
এজন্য সিটি বাজারে বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি তবুও এ ধরনের আবিষ্কার প্রযুক্তিগত দিক নতুন দ্বার উন্মোচন করে দেয়।