Home » Blog » Tech News » ১৭৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y30

১৭৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y30

১৭৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y30

করোনাভাইরাস মহামারির সময়ে অর্থনৈতিক মন্দার কথা চিন্তা করে নতুন ভিভো ওয়াই৩০ স্মার্টফোন নিয়ে এসেছে চীনা বহুজাতিক প্রতিষ্ঠান ভিভো। আধুনিক প্রযুক্তির পাশাপাশি দাম নাগালের মধ্যেই রাখতে বাংলাদেশে ভিভো ওয়াই৫০ এর পর নতুন এ ফোনটি আনছে ভিভো।

৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারির ভিভো ওয়াই৩০ বাংলাদেশের বাজারে ১৭ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ইমারাল্ড ব্লাক এবং মুনস্টোন হোয়াইট এ দুটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি।

৪ র‌্যাম ও ৬৪ জিবি রমের ফোনটিতে সামনে একটি এবং পেছনে চারটি ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরাটি ৮ এমপির এবং রিয়ার ক্যামেরাগুলো যথাক্রমে ১৩, ৮, ২ এবং ২ এমপির। ফানটাচ ওএস১০ অপারেটিং সিস্টেম চালিত ভিভো ওয়াই৩০য়ের ৬ দশমিক ৪৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যার রেজ্যুলেশন ১৫৬০x৭২০। সেই সাথে আছে টাইপ-সি ইসএসবি পোর্ট।

Leave a Reply