Home » Blog » Tech News » ৪৮ মেগাপিক্সেল সনি আইম্যাক্স সেন্সর নিয়ে আসছে রিয়েলমি এক্স

৪৮ মেগাপিক্সেল সনি আইম্যাক্স সেন্সর নিয়ে আসছে রিয়েলমি এক্স

৪৮ মেগাপিক্সেল সনি আইম্যাক্স সেন্সর নিয়ে আসছে রিয়েলমি এক্স

অবশেষে চীনের বাজারে প্রবেশ করতে চলেছে রিয়েলমি। এতদিন শুধুমাত্র ভারতে রিয়েলমি ফোন পাওয়া গেলেও রিয়েল এক্সের হাত ধরে চীনে প্রবেশ করছে অপ্পো সাব ব্র্যান্ড। ইতোমধ্যেই রিয়েল এক্স ফোনের একাধিক ফিচার ও স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ পপ-আপ সেলফি ক্যামেরা। আগামী সপ্তাহে চীনের বাজারে ছাড়া হবে রিয়েল এক্স। 

ইতোমধ্যেই এক টিজারে জানানো হয়েছে, রিয়েলমি এক্স  ফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল সনি আইম্যাক্স৫৮৬ সেন্সর। বাজারে আসার আগে এই ফোনের নতুন ফিচার সামনে নিয়ে এলো রিয়েলমি।

চীনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে সম্প্রতি রিয়েলমি এক্স ফোনের একটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে এই ফোনের ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা গেছে। 

জানা গেছে, আগামী ১৫ মে চীনে এক ইভেন্টে মুক্তি পাবে রিয়েলমি এক্স। একই সাথে লঞ্চ হবে এই ফোনের কমদামি সংস্করণ রিয়েলমি এক্স লাইট। 

এর আগে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে, ভারতে লঞ্চ হওয়া রিয়েলমি ৩ প্রো ফোনের নাম বদলে চীনে লঞ্চ হবে রিয়েল এক্স লাইট।[ কালের কণ্ঠ ]

Leave a Reply