Home » Blog » Tech News » ১২ হাজার টাকায় ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

১২ হাজার টাকায় ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

Samsung Galaxy M32 5G

৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ চার ক্যামেরার নতুন স্মার্টফোন নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। যার মডেল স্যামসাং গ্যালাক্সি এম৩২ প্রাইম এডিশন। এতে দুইটি ভ্যারিয়েন্ট রয়েছে।

স্যামসাংয়ের নতুন এই ফোনে ফটোগ্রাফির জন্য রিয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ- ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

আরও পড়ুন: ইউটিউব থাম্বনেইল বানিয়ে আয় করুন

এতে রয়েছে ইনফিনিটি-ইউ নচসহ ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশন। রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ৮০০ নিট পিক ব্রাইটনেসের এই ফোনে রয়েছে গরিলা গ্লাসের সুরক্ষা। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট।

আরও দেখুন: Tecno Pova Neo 2 বাংলা রিভিউ

ফোনটির দুইটি ভ্যারিয়েন্ট থাকছে ৪ জিবি ও ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। অতিরিক্ত স্টোরেজের জন্য এতে মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ কাস্টম ইন্টারফেস।

আরও পড়ুন:ইউক্রেনে ফ্রি ইন্টারনেট দেবেন না ইলন মাস্ক

পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেট। এছাড়া নিরাপত্তার জন্য ফোনটির সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের মূল্য ১২ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৪ হাজার টাকা।

Leave a Reply