Home » Blog » Tech News » ৬ জিবি র‌্যামের সস্তা ফোনে শক্তিশালী ব্যাটারি আনছে পোকো

৬ জিবি র‌্যামের সস্তা ফোনে শক্তিশালী ব্যাটারি আনছে পোকো

৬ জিবি র‌্যামের সস্তা ফোনে শক্তিশালী ব্যাটারি আনছে পোকো

৬ জিবি র‌্যামের সস্তা একটি ফোন আনছে পোকো। মডেল পোকো এম২। এই ফোনে শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। এই ফোনে এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। এই ফোনটি ৬ জিবি র‌্যামের ‘সবচেয়ে সস্তা’ ফোন হবে।

 

সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে ১৮ সেকেন্ডের নতুন একটি টিজার ভিডিও পোস্ট করে জানানো হয়েছে, পোকো এম২ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। অর্থাৎ বর্তমান দিনের প্রায় সমস্ত ফোনের মতই পোকোর নতুন ফোনে শক্তিশালী ব্যাটারি থাকবে। আশা করা যায় কোম্পানি এখানে ফাস্ট চার্জিং প্রযুক্তি ও দেবে। যদিও এবিষয়ে পোকো এখনও কিছু নিশ্চিত করেনি।

পোকো এম ২ ফোনে মাল্টি টাস্কিং ফিচার থাকবে। এতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনের ডিসপ্লেতে হাই রেজুলেশন ভিডিও সাপোর্ট করবে। এই ডিসপ্লের পিক্সেল রেজুলেশন থাকতে পারে ১৯২০ × ১০৮০। ফোনটি স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের সাথে আসতে পারে। আবার এলইডি ফ্ল্যাশের সাথে এতে থাকতে পারে কোয়াড রিয়ার ক্যামেরা। এই ফোনের মাধ্যমে অসাধারণ ছবি ক্যাপচার করা যাবে। আবার এই ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সাথে আসবে।

Leave a Reply