Home » Blog » Tech News » ৮ গিগা র‌্যামের স্মার্টফোন আনছে অপো

৮ গিগা র‌্যামের স্মার্টফোন আনছে অপো

৮ গিগা র‌্যামের স্মার্টফোন আনছে অপো

৮ গিগা র‌্যামের এ৯ ২০২০ স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে অপো। গেম খেলা ও কন্টেন্ট তৈরিতে এটি সহায়তা করবে।

সেটটি বাজারে আসবে এই মাসের মাঝামাঝি সময়ে।

ফোনটিতে ৮ গিগাবাইট র‌্যাম থাকায় এটি সহজেই পরিণত হবে হার্ডকোর গেমার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট নির্মাতাদের পছন্দের ফোনে। বেশি রেজ্যুলেশনের ছবি কিংবা ফোর-কে মানের ভিডিও প্রসেসিংয়ের জন্যও সমান উপযোগী ফোনটি। এতে থাকছে অপোর নিজস্ব অপারেটিং সিস্টেম কালার ওএস ৬.১। এছাড়া দীর্ঘমেয়াদ পাবে এর ব্যাটারির চার্জ। 

Leave a Reply