Home » Blog » Tech News » ৮ জিবি র‌্যামের নতুন জেনফোন আনছে আসুস

৮ জিবি র‌্যামের নতুন জেনফোন আনছে আসুস

৮ জিবি র‌্যামের নতুন জেনফোন আনছে আসুস

২৬ আগস্ট আসুস নতুন জেনফোন সেভেন সিরিজ নিয়ে আসছে। জানা গেছে এই সিরিজও অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় সস্তায় আসবে ডিভাইসটি।

জনপ্রিয় টিপ্সটার রোনাল্ড কোয়ানডেন্ট টুইট করে আসুস জেনফোন সেভেনের ফোনের দাম জানিয়েছেন। তার টুইট অনুযায়ী, এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ৫৪৯ ইউরো। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম হবে ৪৪৯ ইউরো

 বেঞ্চ মার্ক সাইট, গিকবেঞ্চ থেকে ইতিমধ্যেই জানা গেছে আসুস জেনফোন সেভেনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসর থাকবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। বেঞ্চমার্ক সাইটে আসুন জেনফোন ৭ সিঙ্গেল কোর টেস্টে স্কোর করেছে ৯৭৩ পয়েন্ট যেখানে মাল্টি কোর টেস্টে পয়েন্ট। এফসিসি সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছিল, নতুন জেনফোন সেভেনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আবার ফোনটি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সহ আসবে।

Leave a Reply