Home » Blog » Tech News » 108MP ক্যামেরা আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ সামনে এল Xiaomi Mi Mix Alpha

108MP ক্যামেরা আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ সামনে এল Xiaomi Mi Mix Alpha

108MP ক্যামেরা আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ সামনে এল Xiaomi Mi Mix Alpha

অবশেষে লঞ্চ হল বিশ্বের প্রথম  108MP ক্যামেরার স্মার্টফোন Mi Mix Alpha। মঙ্গলবার এই স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ হয়েছে। Samsung ও Huawei যখন ফোল্ডেবেল স্মার্টফোন তৈরী করতে ব্যস্ত তখন স্মার্টফোন ডিসপ্লের নতুন সংজ্ঞা তৈরী করল Xaiomi। এই ফোনে একটি ডিসপ্লে ভাঁজ হয়ে পিছনের দিকে চলে গিয়েছে। এর ফলে Mi Mix Alpha এর ডিসপ্লের পাশে বেজেল থাকছে না।দুর্দান্ত ডিসপ্লে ছাড়াও Mi Mix Alpha ফোনে থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। সম্প্রতি Samsung এর সাথে হাত মিলিয়ে এই স্মার্টফোন ক্যামেরা সেন্সর তৈরী করেছিল বেজিং এর কোম্পানিটি। Mi Mix Alpha তৈরীর জন্য টাইটেনিয়াম অ্যালয়, সেরামিক আর সাফায়ার ব্যবহার হয়েছে।

Mi Mix Alpha এর দাম

শিঘ্রই বাণিজ্যিকভাবে Mi Mix Alpha তৈরী শুরু করবে Xiaomi। ডিসেম্বর মাসের শেষে সীমীত সংখ্যায় Mi Mix Alpha বিক্রি শুরু হবে। চিনে এই ফোনের দাম 19,999 ইউয়ান। চিনের বিভিন্ন Xaiomi স্টোরে Mi Mix Alpha রাখা থাকবে। সেখানে গিয়ে এই ফোন দেখে নিতে পারবেন গ্রাহকরা।

Leave a Reply