আসছে স্যামসাং এর নতুন ফোন Samsung Galaxy M51
25 Jul, 2020 0
স্যামসাং এর নতুন ফোন নিয়ে উন্মাদনা সব সময় একটু বেশীই থাকে। তেমনি বিগত মার্চ মাস থেকে একটি ডিভাইস নিয়ে নিয়ে ইন্টারনেট দুনিয়া সরগরম। ডিভাইস্টির নাম হচ্ছে Samsung Galaxy M51। গত মার্চ মাসে ফোনটি সবার সামনে আসে। সে সময় জানা গিয়েছিলো ফোনতিতে থাকবে একটি ট্রিপল ক্যামেরা সেট আপ। তবে আজ ফাঁস হওয়া তথ্য অনুযায়ী স্যামসাং সেই ফিচার থেকে সরে এসে ফোনটিতে বর্তমানে কোয়াড ক্যামেরা প্রোভাইড করতে চাচ্ছে। যডিও স্যামসাং এর তরফ থেকে অফিসিয়ালি কোন কিছু জানানো হয়নি।
গুঞ্জন অনুযায়ী, ফোনটিতে দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যানন্ড্রেড ১০। এছাড়া ফোনটিতে প্রোভাইড করা হতে পারে ৮ জিবি র্যাম।
Comments