কম দামে ফাইভ জি ফোন নিয়ে এলো Xiaomi
29 Mar, 2020 1
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এলো শাওমির নতুন ফোন। মডেল মি টেন লাইট। এটি শাওমির সবচেয়ে কম দামের ফাইভ জি ফোন। মি টেন লাইটের পাশাপাশি বাজারে পাওয়া যাচ্ছে মি টেন প্রো। মি টেন ও মি টেন প্রো ফোনে থাকছে হোল পাঞ্চ ডিসপ্লে। অন্য দিকে মি টেন লাইটে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ। যদিও নতুন সব কটি ফোনের পিছনে চারটি ক্যামেরা ও ফাইভ জি কানেক্টিভিটি সাপোর্ট থাকছে। ফোনের পিছনে রয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ। মি টেন লাইটে দেয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। আপাতত ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে মি টেন লাইট। এই ফোনের দা ৩৪৯ ইউরো। চারটি রঙে এই ফোন বিক্রি করবে শাওমি।
Comments
md raju ahamed(Guest) 07:54am 23 May
price