ফুল স্ক্রিন ডিসপ্লে সহ শীঘ্রই রিলিজ হবে Redmi K30 Pro
26 Feb, 2020 0
Redmi K30 Pro এর টিজার প্রকাশ করল Xiaomi। অনেক দিন ধরেই ইন্টারনেটে এই ফোনের খবর সামনে এলেও এতদিন কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এবার টিজার প্রকাশ করে কোম্পানিটি জানালো শীঘ্রই রিলিজ হবে Redmi K30 Pro। গত বছর চিনে রিলিজ হয়েছিল Redmi K30। পরে ভারতে Poco X2 নামে এসেছিল এই ফোন। সেই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকলেও প্রো ভার্সানে ফুল স্ক্রিন ডিসপ্লে দেখা গিয়েছে। সম্প্রতি ডিসপ্লের নীচে ক্যামেরার প্রযুক্তি সামনে এলেও Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়েছিলেন বাণিজ্যিক স্মার্টফোনে এই ক্যামেরার ব্যবহারের সময় আসেনি। ডিসপ্লের উপরে নচ অথবা হোল-পাঞ্চ দেখা না গেলেও ডিসপ্লের উপরেই ছোট্ট ইয়ারপিস দেখা গিয়েছে। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। সম্প্রতি 3C সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Redmi K30 Pro -তে 33W ফাস্ট চার্জিং থাকবে। এছাড়াও এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে। Redmi K30 Pro তে থাকবে 5G কানেক্টিভিটি।
Comments