বদলে যাচ্ছে অ্যান্ড্রয়েড
24 Aug, 2019 0
বাজারে ছাড়ার ১০ বছর পূর্তি হচ্ছে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের। অ্যাপলকে বাদ দিলে স্মার্টফোনের অপারেটিং সিস্টেমের বলতে গেলে পুরো বাজারটাই অ্যান্ড্রয়েডের দখলে। এবার গুগল ঘোষণা করলো, দশ বছর পূর্তিতে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তাদের পরের সংস্করণটির নাম দিতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১০। গত বৃহস্পতিবার মার্কিন জায়ান্ট গুগল এই কথা জানিয়েছে।
অ্যান্ড্রয়েডের ভাইস প্রেসিডেন্ট অব পোডাক্ট সামির সমেত এক বিবৃতিতে বলেছেন, প্রথমত আমরা অ্যান্ড্রয়েডের নাম রাখার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনছি। আমাদের যেসব প্রকৌশলী আছেন তারা সবসময় চেষ্টা করেন সুস্বাদু কিছু খাবারের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখতে। এটি রাখা হয় অক্ষরের ক্রম অনুসারে।
নাম রাখার এই প্রথাটা অনেকটা আনন্দদায়ক বলে জানান তিনি। যেমন অ্যান্ড্রয়েড ললিপপ বা মার্শমেলো। সামির বলেন, তবে নাম রাখার ক্ষেত্রে লক্ষ্য রাখা হয় বিশ্বের সব দেশের ব্যবহারকারীরা যেন সেটি খুব সহজেই বুঝতে পারেন। তবে এবারই প্রথম কোন কোড নাম ব্যবহার করা হবে। এমনটি এটি কন্টিনিউ করতে পারে পরের বছরগুলোতে। সেই ধারা তৈরি করতে দশ বছর পূর্তিতে এবার নতুন সংস্করণটির নাম হবে অ্যান্ড্রয়েড ১০। পরের বছর আনা হবে অ্যান্ড্রয়েড ১১। যেগুলো আড়াইশো কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য উস্মুক্ত করা হবে। এছাড়াও এবারই প্রথম গুগল তাদের অ্যান্ড্রয়েডের লোগো বদল করতে পারে। সবুজের বদলে সেটি কালো করা হতে পারে। সামনের সপ্তাহ থেকেই গুগল তাদের নতুন লোগো ব্যবহার শুরু করতে পারে। এমনকি অ্যান্ড্রয়েড ১০ এর দেখাও মিলতে পারে সেসময় থেকেই।
Comments