৬ ফোনের দাম কমাল হুয়াওয়ে
29 Jun, 2019 1
দেশের গ্রাহকদের জন্য ‘কুল অফার’ নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ অফারের আওতায় হুয়াওয়ের ছয়টি মডেলের হ্যান্ডসেটে মূল্যহ্রাসসহ থাকছে আকর্ষণীয় সব উপহার।
২৮ জুন, শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জুন থেকে শুরু হওয়া অফারটি চলবে ৩১ জুলাই পর্যন্ত।
এ অফারের আওতায়, হুয়াওয়ের পি ৩০ লাইট স্মার্টফোনটি কিনতে পাওয়া যাবে ২৫ হাজার ৯৯৯ টাকায়। আগে ফোনটির দাম ছিল ২৯ হাজার ৯৯৯ টাকা। হুয়াওয়ের ওয়াই ম্যাক্স ফ্যাবলেটটি কিনতে পাওয়া যাবে ২১ হাজার ৯৯৯ টাকায়। এর আগের দাম ছিল ২৬ হাজার ৯৯৯ টাকা।
২৪ হাজার ৯৯৯ টাকার নোভা থ্রি আই ফোনটি পাওয়া যাবে ২২ হাজার ৯৯৯ টাকায়। সাথে উপহার হিসেবে পাওয়া যাবে হুয়াওয়ে ব্যান্ড। হুয়াওয়ের ওয়াই সিক্স প্রো ২০১৯ ফোনটি ১২ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে কিনতে পাওয়া যাবে ১১ হাজার ৯৯৯ টাকায়, হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ ফোনটি ২১ হাজার ৪৯৯ টাকার পরিবর্তে পাওয়া যাবে ১৯ হাজার ৯৯৯ টাকায়।
এ ছাড়া হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ মডেলের (৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম) স্মার্টফোনটি ১৪ হাজার ৯৯৯ টাকার পরিবর্তে কিনতে পাওয়া যাবে ১২ হাজার ৯৯৯ টাকায়।
Comments
rijesh chakma(Guest) 09:50pm 29 Jun
আমি এই ফোন টা ৪৫০০ টাকা হলে কিনতে পারি আমার ফোন নাম্বার ০১৮৭৯৫৫৮২৯৫