amazon এ দেখা গেল দুটি নতুন oneplus স্মার্টফোন

View: 137

Amazon এ দেখা গেল দুটি নতুন OnePlus স্মার্টফোন

04 Feb, 2020    0


চলতি বছর বাজারে আসতে পারে OnePlus 8 Pro ও OnePlus 8। এখনও এই দুই ফোন অফিসিয়ালি নিশ্চিত করেনি OnePlus। ইতিমধ্যেই Amazon.in ওয়েবসাইটে এই দুই স্মার্টফোন দেখা গেল। সম্প্রতি এই দুই ফোনের বিজ্ঞাপনের খরচ সামনে এসেছে। এই দুই ফোনেই 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ও ওয়্যারলেস চার্জিং থাকতে পারে।জানুয়ারিতে Geekbench ওয়েবসাইটে GALILEI IN2023 মডেল নম্বরে OnePlus 8 Pro সামনে এসেছিল। সেখানে OnePlus 8 Proফোনের একাধিক ফিচার সম্পর্কে জানা গিয়েছিল। OnePlus 8 Pro ফোনে 5G কানেক্টিভিটি থাকতে পারে।

OnePlus 8 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন

OnePlus 8 Pro ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে 12GB LPDDR5 RAM। ফোনের ভিতরে থাকবে Snapdragon 865 চিপসেট। GEekbench বেঞ্জমার্কিং ওয়েবসাইটে সিঙ্গেল কোর পারফর্মেন্সে এই ফোন 4,296 স্কোর করেছে। মাল্টি-কোরে 12,531 স্কোর করেছে OnePlus 8 Pro।

 

 

OnePlus 8 Pro ফোনে থাকতে পারে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা। সোমবার নতুন 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে প্রযুক্তি নিয়ে এসেছে OnePlus। কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন এই ডিসপ্লে ব্যবহার হবে। OnePlus 8 Pro এর সাথেই চলতি বছর লঞ্চ হতে পারে OnePlus 8 আর OnePlus 8 Lite।

Comments